English:
Today, your July 2025 JLPT results were announced. Alhamdulillah, 20 out of 27 people passed ✌✌✌
A heartfelt congratulations to all of you who passed 🥰 And to those who didn’t pass, don’t be discouraged. Focus on your studies—a brighter day awaits you in the future.
This success isn’t mine, it’s yours 🥰🇯🇵🥰 I was just there for you as a trusted teacher and a good friend 🥰🇯🇵🥰 You are the ones who worked hard, so the success is rightfully yours, isn’t it? 🇯🇵🇯🇵🇯🇵
My dear students, your success doesn’t make me feel successful myself. Don’t get carried away. I pray to Allah, and you should pray too.
I’ll consider myself successful the day all my hardworking, smart online and offline students say, “Sir, I’m in Japan.” 🥰🇯🇵🥰 There’s a difficult path ahead. I pray for all of you that Allah makes this difficult path easy. 💞💕 I promise you, I will be by your side until the very end, in times of trouble and difficulty, as a good teacher or a good friend, Insha’Allah. 🥰🇯🇵🥰
Ameen 🤲🤲
বাংলা:
আজকে তোমাদের জুলাই JLPT 2025 রেজাল্ট দিয়েছে।
আলহামদুলিল্লাহ ২৭ জন এর মধ্যে ২০ জন পাশ ✌✌✌
তোমরা যারা পাশ করছ তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন 🥰
আর যারা পাশ করতে পারো নাই তোমরা হতাশ হইয়ো না ,পড়াশোনায় মনোযোগ দাও আগামীতে তোমাদের জন্য সুন্দর দিন অপেক্ষা করছে।
এই সফলতা আমার না এই সফলতা তোমাদের সফলতা 🥰🇯🇵🥰
আমি শুধু তোমাদের পাশে একজন বিশ্বস্ত শিক্ষক এবং ভালো বন্ধু হিসেবে পাশেই ছিলাম 🥰🇯🇵🥰পরিশ্রমতো তোমরাই করেছ, তাহলে সফলতা তো তোমাদেরই হবে তাই না🇯🇵🇯🇵🇯🇵
আমার প্রিয় ছাত্র-ছাত্রীরা তোমাদের এই সফলতায় নিজেকেই সফল মনে করছি না।তোমরা আত্মহারা হয়ে যেও না। আল্লাহর কাছে দোয়া করি এবং তোমরাও দোয়া কর।
আমি নিজেকে সফল সেই দিন দাবি করব, যেই দিন আমার Online/Offline সকল পরিশ্রমী স্মার্ট স্টুডেন্টরা বলবে স্যার আমি জাপানে আছি🥰🇯🇵🥰সামনে আরো কঠিন পথ রয়েছে। সকলের জন্য দোয়া করি যেন সামনের কঠিন পথটাকে আল্লাহতাআলা সকলকে সহজ করে দেয় 💞💕কথা দিলাম এবং ওয়াদা করলাম। আমি তোমাদের শেষ পর্যন্ত বিপদ-আপদে একজন ভালো শিক্ষক অথবা ভালো বন্ধু হিসেবে পাশে থাকবো ইনশাআল্লাহ 🥰🇯🇵🥰
আমিন🤲🤲





